আন্তর্জাতিক

Trump Tariff | বিদেশী সিনেমার ওপর ১০০% শুল্কের খাঁড়া ট্রাম্পের! চিন্তিত নয় বলিউড

Trump Tariff | বিদেশী সিনেমার ওপর ১০০% শুল্কের খাঁড়া ট্রাম্পের! চিন্তিত নয় বলিউড
Key Highlights

বিদেশি সিনেমায় ১০০ শতাংশ কর বসানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “বাচ্চার হাত থেকে যেভাবে লজেন্স কেড়ে নেওয়া হয়, সেভাবেই আমেরিকার সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলি।” বিদেশের বাজারে বলিউডের হিন্দি ছবি বা দক্ষিণ ভারতের চলচ্চিত্রের মোট আয়ের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমেরিকা থেকে, ফলে শুল্কবৃদ্ধিতে বিপাকে পড়তে পারেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজকরা। তবে মার্কিন প্রেসিডেন্টের এহেন হুমকিকে কার্যত গায়েই লাগাচ্ছেন না বলিউড পরিচালকরা। পরিচালকদের দাবি, দেশের ফিল্ম জগতে মোটেই এর প্রভাব পড়বে না।