আন্তর্জাতিক

Trump Govt. | আর্থিক কাটছাঁটের জেরে শতাধিক মার্কিনি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটতে চলেছে ট্রাম্প সরকার

Trump Govt. | আর্থিক কাটছাঁটের জেরে শতাধিক মার্কিনি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটতে চলেছে ট্রাম্প সরকার
Key Highlights

আমেরিকার ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ বা ইপিএ-তে আর্থিক ছাঁটকাটের জেরেই এই বিপুল সংখ্যক মার্কিন সরকারি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটাই করতে পারে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ বা EPAতে আর্থিক ছাঁটকাটের জেরে শত শত সরকারি গবেষক ও বিজ্ঞানীকে ছাঁটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। মঙ্গলবার EPAর মুখপাত্র মলি ভ্যাসেলিউ জানিয়েছেন, ‘সাংগঠনিক উন্নতির পরবর্তী পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, EPAর আওতায় ১৫০০র বেশি বিজ্ঞানী কর্মরত। এইসব বিজ্ঞানীরা মূলত, দূষণ, স্বচ্ছ জল, জলবায়ুর পরিবর্তন নিয়ে কাজ করেন। কর্মী সংখ্যা হ্রাস করে সরকারি ব্যয় হ্রাস করার লক্ষ্যেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করা হবে।