AI Truecaller | শুভেচ্ছা জানানো থেকে শুরু করে বার্তা নেওয়া, প্রতিক্রিয়া জানানো সবই করবে Truecaller-র AI!
এআই প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ট্রু-কলারও (Truecaller)। মাইক্রোসফ্টের AI চালিত 'ব্যক্তিগত ভয়েস' বৈশিষ্ট্য চালু করছে এই সংস্থা।
এআই প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ট্রু-কলারও (Truecaller)। মাইক্রোসফ্টের AI চালিত 'ব্যক্তিগত ভয়েস' বৈশিষ্ট্য চালু করছে এই সংস্থা। এর দ্বারা ব্যবহারকারীরা তাদের নিজস্ব ভয়েসের একটি ডিজিটাল সংস্করণ তৈরি করতে পারবেন। এই নয়া প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে এবং তাদের কলের উদ্দেশ্য শনাক্ত করার জন্য ব্যবহার করতে পারবেন। Truecaller-এ AI ইতিমধ্যেই কলের উত্তর দেওয়া, ফোন কল স্ক্রিন করা, বার্তা নেওয়া, ব্যবহারকারীর পক্ষে প্রতিক্রিয়া জানানো এবং কথোপকথন রেকর্ড করার মতো কাজগুলি পরিচালনায় পারদর্শী হয়ে উঠেছে বলে খবর।
- Related topics -
- প্রযুক্তি
- নতুন প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স