দেশ

Tripura Murder | দূরসম্পর্কের বোনের সঙ্গে সম্পর্ক, প্রেমিককে খুন করে ট্রলি ব্যাগে ভরে আইসক্রিম ফ্রিজে রাখলো চিকিৎসক ভাই!

Tripura Murder | দূরসম্পর্কের বোনের সঙ্গে সম্পর্ক, প্রেমিককে খুন করে ট্রলি ব্যাগে ভরে আইসক্রিম ফ্রিজে রাখলো চিকিৎসক ভাই!
Key Highlights

ত্রিপুরার ধালাই জেলার একটি দোকানের আইসক্রিম ফ্রিজারের ভিতর থেকে মিললো ট্রলি বন্দি যুবকের দেহ।

ত্রিকোণ প্রেমের জেরে গোটা দেশে একের পর এক খুন। অভিযোগ, ত্রিপুরার ধালাই জেলার একটি দোকানের আইসক্রিম ফ্রিজারের ভিতর থেকে মিললো ট্রলি বন্দি যুবকের দেহ। জানা গিয়েছে, শরিফুল ইসলাম নামক বছর আঠাশের এক যুবকের সম্পর্ক ছিল এক যুবতীর সঙ্গে। এদিকে ওই যুবতীর আবার সম্পর্ক ছিল তার দূরসম্পর্কের ভাই, পেশায় চিকিৎসক দিবাকর সাহার সঙ্গে। তদন্তে জানা গিয়েছে, গত ৮ জুন দিবাকর শরিফুলকে খুন করে। এতে মদত দিয়েছিল তার মা বাবা ও বন্ধু বান্ধব। এই ঘটনায় ইতিমধ্যে যুবক, তার মা বাবা ও যুবতী সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।