Bangladesh-Tripura | বিদ্যুতের জন্য ত্রিপুরার কাছেও ১৩৫ কোটি ধার বাংলাদেশের! দ্রুত বকেয়া মেটানোর দাবি
Monday, December 2 2024, 6:55 am
Key Highlights
কেবল আদানি গোষ্ঠীই নয়, বিদ্যুতের জন্য ত্রিপুরার কাছেও বাংলাদেশের ১৩৫ কোটি টাকা ধার আছে।
কেবল আদানি গোষ্ঠীই নয়, বিদ্যুতের জন্য ত্রিপুরার কাছেও বাংলাদেশের ১৩৫ কোটি টাকা ধার আছে। এবার সেই বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে বললো ত্রিপুরা। যদিও রবিবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেন, ‘১৩৫ কোটি টাকা বাকি থাকলেও নিয়মিত বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশ। প্রতিটি ইউনিট বিদ্যুতের জন্য আমরা ৬.৬৫ টাকা দাম নিচ্ছি।’ প্রসঙ্গত, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ১,৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় আদানি পাওয়ার। কিন্তু টাকা বকেয়া থাকতে-থাকতে সেটা ৭,২০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ত্রিপুরা
- ত্রিপুরা সরকার
- বিদ্যুৎ
- বিদ্যুৎ বিল