Humayun Kabir | আজীবনের জন্য হুমায়ূনকে সাসপেন্ড করলো তৃণমূল, 'দল সম্পর্ক রাখবে না।' জানালেন ফিরহাদ

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ‘আজীবনের জন্য’ সাসপেন্ড করল তৃণমূল।
সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার দলবিরোধী মন্তব্যের জেরে হুমায়ুনকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, “দল হুমায়ুনের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবে না।” তিনি আরও বলেন, “বাবরি মসজিদ করার কথা বলে বাবরি ধ্বংসের স্মৃতি উসকে দিতে চাইছেন উনি। এর পিছনে আমরা মনে করি বিজেপি রয়েছে। ওরা হুমায়ুনকে সামনে রেখে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করছে।”
