Santanu Arabul Suspended । দলের অন্দরে ধরছে চিড়? শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস
যাবতীয় জল্পনার অবসান, চিকিৎসক নেতা শান্তনু সেন ও তাজা নেতা আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল।
দলের আড়ালে চলছিল দলবিরোধী কাজ। চিকিৎসক নেতা শান্তনু সেন ও আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। আশঙ্কা ছিলই , তা সত্যি হলো। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দলের এই সিদ্ধান্তের কথা জানান। আরজিকর কাণ্ডে দলের ক্ষমতাসীন লোকেদের বিরুদ্ধে মুখ খোলাই বোধয় কাল হলো শান্তনুর। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে ISF কর্মীর খুনের মামলায় নাম উঠেছিল আররাবুল ইসলামের। তখনই বোঝা গিয়েছিলো দলের নেতা হিসেবে মেয়াদ শেষ তাঁর।