Sonarpur | সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মার, বাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য

Friday, March 7 2025, 4:06 pm
highlightKey Highlights

লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।


সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা এলাকায়। আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন ফুটবলার বাবু দাস পোদ্দার। পুলিশ সূত্রে খবর, বাবু দাসের বাড়ির সেপটিক ট্যাঙ্কে একটি শিশু উঠে পড়েছিল। শিশুটিকে নামতে বলেছিলেন তিনি। এরপরই বাবু দাসের বাড়ি চড়াও হয়ে তাকে মারধর করে তৄণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস। তাঁর বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File