Humayun Kabir | উত্তেজক মন্তব্যের জেরে শোকজ করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।
বারবার বারণ করা সত্বেও উত্তেজক মন্তব্য করার জন্যে ভরতপুরের ‘বিতর্কিত’ বিধায়ক হুমায়ুন কবীরকে শো কজ করলো তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। বেশ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীকে ‘চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলা’ মন্তব্যের জেরে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিতর্ক দানা বেঁধেছিলো। সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভায় এনিয়ে একপ্রস্ত আলোচনা করা হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভরতপুরের বিধায়ককে শো কজ করা হলো। এদিকে আরেক বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।