Anubrata Mandal | ২ বছর পর জেলমুক্তি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের,মেয়ের হাত ধরে তিহার জেল থেকে বেরোলেন 'কেষ্ট'

Monday, September 23 2024, 5:52 pm
Anubrata Mandal | ২ বছর পর জেলমুক্তি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের,মেয়ের হাত ধরে তিহার জেল থেকে বেরোলেন 'কেষ্ট'
highlightKey Highlights

গরু পাচার মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল।


২ বছর পর জেলের বাইরে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মেয়ের হাত ধরে তিহার জেলের দরজা দিয়ে 'কেষ্ট দা' বেরোতেই তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তবে একটিও প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে উঠে যান তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, মঙ্গলবারই নিজের বাড়িতে ফিরছেন অনুব্রত। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ২.২০ মিনিটের ফ্লাইটে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। কলকাতায় ফ্লাইট পৌঁছবে ভোর ৪.২০তে। সেখান থেকে সোজা বাড়ি যাবেন বলেই খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File