TMC | কলকাতার পুরসভার সমবায় ভোটে নিরবিচ্ছিন্ন জয় পেলো তৃণমূল কংগ্রেস!

কলকাতা কর্পোরেশনের সমবায় নির্বাচনে তেইশটি আসনের মধ্যে তেইশটিতেই জয় তৃণমূলের।
কলকাতা পুরসভার কো অপারেটিভ সোসাইটি নির্বাচনে হেরে গেলো বামেরা। তেইশটি আসনের মধ্যে তেইশটিতেই জিতলো তৃণমূল কংগ্রেস। রবিবার এই জয়ের প্রতিক্রিয়ায় ট্রেড ইউনিয়নের নেতা শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “২৩টি আসনের মধ্যে ১১ টি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। বাম সংগঠনগুলি শুধুমাত্র এগারোটা আসনে প্রার্থী দিতে পেরেছে।" তবে বাম সংগঠনের ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, পুলিশের মদতে ছাপ্পা ভোট হয়েছে বুথগুলিতে।