Mamata Banerjee | দেশের বিভিন্ন জায়গায় হয়রানি বাঙালিদের, প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রীর

বাঙালিদের হয়রানির প্রতিবাদে ১৬ জুলাই কলকাতায় মিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেসের। ওই মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।
গত কয়েকদিন ধরে একাধিক রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার খবর উঠে এসেছে। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবার বাঙালিদের হয়রানির প্রতিবাদে ১৬ জুলাই কলকাতায় মিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেসের। মিছিলে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে এ দিন এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী নাগরিকরা বৈষম্য এবং হয়রানির সম্মুখীন হচ্ছেন। দিল্লিতেও বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে উদ্বেগজনক পরিস্থিতি।’
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী
- জাগো বাংলা
- ভাষা