Bhopal Rape Case | আদিবাসী মহিলাকে ধর্ষণ করে শরীরে লোহার রড ঢুকিয়ে অত্যাচার! ভোপালে নির্ভয়া-কাণ্ডের স্মৃতি!

Monday, May 26 2025, 10:04 am
highlightKey Highlights

গত শনিবার দুপুরে এক প্রতিবেশীর বাড়ি থেকে মাকে অচেতন অবস্থায় দেখতে পায় ওই মহিলার মেয়ে। নির্যাতিতা মহিলার দেহের এতটাই খারাপ অবস্থা ছিল যে ভয়ে চিৎকার শুরু করে দেয় তার মেয়ে। এরপরই ছুটে আসেন আশেপাশের লোকজন। যে পড়শির বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয় তার মালিকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনুমান, খুনের আগে শরীরে লোহার রড ঢুকিয়ে নির্যাতন করা হয় তাঁকে। এই ঘটিনার সঙ্গে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে মিল পাচ্ছেন অনেকেই।


২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের পর অমানবিক অত্যাচার করা হয়েছিল নির্ভয়াকে। ঘটনার ১৩দিন পর মারা যান নির্ভয়া। গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিলো সেই ঘটনায়। প্রায় ১২ বছর পর সেই নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরলো ভোপালে! এক আদিবাসী মহিলাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও খুনের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ভোপালে। অভিযোগ, খুনের আগে শরীরে লোহার রড ঢুকিয়ে নির্যাতন করা হয় ওই মহিলাকে।  
জানা গিয়েছে, গত শনিবার দুপুরে এক প্রতিবেশীর বাড়ি থেকে মাকে অচেতন অবস্থায় দেখতে পায় ওই মহিলার মেয়ে। নির্যাতিতা মহিলার দেহের এতটাই খারাপ অবস্থা ছিল যে ভয়ে চিৎকার শুরু করে দেয় তার মেয়ে। এরপরই ছুটে আসেন আশেপাশের লোকজন। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার গোটা শরীর খুবলে নেওয়া হয়, মেঝে ভেসে যাচ্ছিলো রক্তে, পড়েছিল মাংসের দলা, শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। যে পড়শির বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয় তার মালিকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। তাঁদের অনুমান, গণধর্ষণ করা হয়েছে ওই মহিলাকে। ধর্ষণের পাশাপাশি ওই মহিলার উপর পাশবিক অত্যাচারও চলে বলে অভিযোগ। গ্রামবাসীদের অনুমান, খুনের আগে শরীরে লোহার রড ঢুকিয়ে নির্যাতন করা হয় তাঁকে। এই ঘটিনার সঙ্গে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে মিল পাচ্ছেন অনেকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File