Tribal Development | আদিবাসী পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় আগ্রহী কেন্দ্র! সাহায্য পৌঁছচ্ছে ৬৮টি 'একলব্য' মডেল স্কুলে

Friday, July 18 2025, 2:42 pm
highlightKey Highlights

ছত্তিসগঢ়ের আদিবাসী পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রক। ৬৮টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে সাহায্য করবে কেন্দ্র।


ছত্তিসগঢ়ের আদিবাসী পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রক। সূত্রের খবর, কোল ইন্ডিয়ার সঙ্গে যৌথকভাবে ৬৮টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ১০ কোটি টাকার অর্থ সাহায্য করতে চলেছে কেন্দ্র। পড়ুয়াদের ডিজিটাল শিক্ষা পদ্ধতির সঙ্গে দূরত্ব আছে মেটানোই এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পে ৩২০০টি কম্পিউটার ও ৩০০টি ট্যাবের ব্যবস্থা করা হচ্ছে। ১২০০টি স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। পড়ুয়াদের আইআইটি, আইআইএম, এনআইটির প্রবেশিকার জন্য দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File