Virat Kohli | এক্স হ্যান্ডলে ট্রেন্ডিং #ArrestKohli! বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় বিরাটকে দোষারোপ ফ্যানেদের
Friday, June 6 2025, 5:01 pm
Key Highlightsচিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল সেলিব্রেশন। সেখানেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। ১১ জন মারা গিয়েছেন পদপিষ্ট হয়ে। আহত অসংখ্য। তারই জেরে বিরাটকে নিয়ে চলছে ট্রেন্ডিং।
বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর IPL ট্রফি জয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। আহত হন ৫০এর বেশি মানুষ। এর পর থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিংয়ে রয়েছেন বিরাট কোহলি। #ArrestKohli ট্রেন্ডিং চলছে সোশ্যাল মিডিয়ায়। বিরাটের গ্রেপ্তারির দাবিতে সুর চড়াচ্ছে সমর্থকদের একাংশ। বিরাটের বিরুদ্ধে বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় অভিযোগ করেছেন এইচএম ভেঙ্কটেশ নামের এক সমাজকর্মীও। চিন্নাস্বামীর ঘটনা ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে।

