রাজ্য

Damodar River Forest | দামোদরের চর থেকে গাছ কেটে পাচার! 'ব্যবস্থা নেব' জানালেন দুর্গাপুরের ডিএফও

Damodar River Forest | দামোদরের চর থেকে গাছ কেটে পাচার! 'ব্যবস্থা নেব' জানালেন দুর্গাপুরের ডিএফও
Key Highlights

অভিযোগ, দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের আশিসনগরে কয়েকজন বাসিন্দা দিনকয়েক ধরে দামোদরের চর থেকে গাছ কেটে নৌকো বোঝাই করে পাড়ে নিয়ে আসছেন।

দামোদরের পার থেকে গাছ কেটে পাচার! দুর্গাপুরের এই ঘটনায় নদীতে গজিয়ে ওঠা চরে বড় হওয়া গাছও নিস্তার পাচ্ছে না। অভিযোগ, দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের আশিসনগরে কয়েকজন বাসিন্দা দিনকয়েক ধরে দামোদরের চর থেকে গাছ কেটে নৌকো বোঝাই করে পাড়ে নিয়ে আসছেন। পরে সুযোগ বুঝে করাত কলে নিয়ে গিয়ে কাঠ কেটে বিক্রি করছেন মোটা টাকায়। এ প্রসঙ্গে দুর্গাপুরের ডিএফও অনুপম খাঁ বলেন,‘রেসিডেন্সিয়াল বা অন্য কোনও এলাকায় গাছ কাটতে হলে বন দপ্তরের অনুমতি নিতে হয়। নদীর চর থেকে গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’