Aanvi Kamdar । রিল শ্যুটিং করতে গিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু ট্রাভেল ব্লগার আনভি কামদারের
মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভ জলপ্রপাতে রিল তৈরি করছিলেন আনভি।শ্যুটিংয়ের সময়ই ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান বছর ২৬ এর মুম্বইয়ের এই ইনফ্লুয়েন্সার।
রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন ট্রাভেল ব্লগার আনভি কামদার। মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভ জলপ্রপাতে রিল তৈরি করছিলেন আনভি।শ্যুটিংয়ের সময়ই ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান বছর ২৬ এর মুম্বইয়ের এই ইনফ্লুয়েন্সার। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে জীবিত অবস্থাতেই গভীর খাদ থেকে বের করে আনা হয়। তবে আছাড় খেয়ে পড়ে যাওয়ার শরীরে একাধিক গুরুতর আঘাত লাগে। হাসপাতালে চিকিৎসা হলেও মৃত্যু হয় আনভির।
- Related topics -
- অন্যান্য
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া
- মহারাষ্ট্র
- সেলিব্রিটি
- বিনোদন