Kolkata Tram | কলকাতার 'হেরিটেজ' ট্রাম থেকে যাবে ইতিহাসের পাতাতেই, শহরের বুকে কেবল একটি রুটেই পর্যটকদের জন্য থাকবে পরিষেবা
Tuesday, September 24 2024, 9:03 am
Key Highlights
পরিবহণ মন্ত্রী জানান, এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি ট্রাম।
হলুদ ট্যাক্সি আর ট্রাম কলকাতার অন্যতম ঐতিহ্য। তবে বিগত বেশ কয়েক বছর ধরেই কমছে শহরে হলুদ ট্যাক্সির সংখ্যা, ট্রামও চলে কেবল ২টো রুটেই। এবার তারও চিহ্ন মিটতে চলেছে। পরিবহণ মন্ত্রী জানান, এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি ট্রাম। শহরের বুকে বিছিয়ে থাকা ট্রামলাইনগুলি এবার তুলে ফেলা হবে। যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানালেন পরিবহণমন্ত্রী। শুধুমাত্র হেরিটেজ আকারে সুসজ্জিত ট্রামের জয়রাইড চলবে পর্যটকদের জন্যে।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন
- পরিবহনমন্ত্রী
- অন্যান্য