Bishnupur-Jayarambati | ট্রেন ছুটবে ‘সারদা মায়ের গাঁ’ পর্যন্ত! রেলপথে জুড়তে চলেছে বিষ্ণুপুর-জয়রামবাটি!
Tuesday, March 25 2025, 1:25 pm

তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে 'মাতৃমন্দিরে'র আদলে তৈরি হচ্ছে জয়রামবাটি স্টেশনের টিকিট বিল:ার সহ অন্যান্য পরিকাঠামো।
রেলপথে জুড়তে চলেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ও জয়রামবাটি। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে 'মাতৃমন্দিরে'র আদলে তৈরি হচ্ছে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো। এমনকি এই কাজও প্রায় শেষের দিকে। এই রেল প্রকল্পের জন্য কলকাতা থেকে আগত পূণ্যার্থীদের পাশাপাশি এলাকার লোকজনও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জয়রামবাটি ‘সারদা মায়ের গাঁ’ নামেই পরিচিত। একসময় বাঁকুড়ার জয়রামবাটি থেকে কলকাতায় রামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য ট্রেনে চড়েই যাতায়াত করতেন সারদা দেবী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ট্রেন
- লোকাল ট্রেন
- তারকেশ্বর
- বিষ্ণুপুর
- সারদা