Sevoke-Rangpo Railway Line | শেষ ৮৫ শতাংশ কাজ, শীঘ্রই সেবক-রংপো রেলপথে ছুটবে ট্রেন!

সব ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই সেবক-রংপো রেলপথে চলবে ট্রেন।
সব ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই সেবক-রংপো রেলপথে চলবে ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, সেবক রংপো রেলপথের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পাশাপাশি, আরও দুটি রেল প্রকল্পের জন্য সমীক্ষা চলছে, যার মধ্যে একটি গ্যাংটক শহরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণ এবং অন্যটি মেল্লি ও ডেন্টামকে রেলপথে যুক্ত করা হবে। উল্লেখ্য, সেবক-রংপো রেলপথটি ৪৫ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে ৮৬ শতাংশ সুড়ঙ্গপথ দিয়ে তৈরি। প্রকল্পটিতে পাঁচটি স্টেশন এবং ২২টি সেতু রয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
