Sealdah Train Cancelled | শনি-রবি বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তি শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২১ জুন রাত ১০টা ৫০ মিনিট থেকে ২২ জুন সকাল ৫টা ৫০ মিনিট অবধি শিয়ালদহ ডিভিশনে বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২১ জুন রাত ১০টা ৫০ মিনিট থেকে ২২ জুন সকাল ৫টা ৫০ মিনিট অবধি শিয়ালদহ ডিভিশনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। ২১ জুন শনিবার বাতিল থাকছে : শিয়ালদহ বনগাঁ রুটের আপ ৩৩৮৬১, ডাউন ৩৩৮৬৩ ও ৩৩৮৬০ ট্রেন। শিয়ালদহ ডানকুনি লাইনের আপ ৩২২৪৭, ৩২২৪৯, ডাউন ৩২২৫০ ও ৩২২৫২ ট্রেন। শিয়ালদহ বারুইপাড়া রুটের আপ ৩২৪১৩ ও ডাউন ৩২৪১৪ ট্রেন। ২২ জুন, রবিবার বাতিল থাকছে : শিয়ালদহ বনগাঁ রুটের আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ডাউন ৩৩৮১৬, ৩৩৮২২ ট্রেন। শিয়ালদহ বারাসত আপ ৩৩৪৩১ ট্রেন। এক্সপ্রেসেরও সময়ের পরিবর্তন হয়েছে।