রাজ্য

Sealdah to Dankuni | ফের ভোগান্তি রেল যাত্রীদের! শিয়ালদহ থেকে ডানকুনি শাখায় চার দিন বন্ধ ট্রেন চলাচল

Sealdah to Dankuni | ফের ভোগান্তি রেল যাত্রীদের! শিয়ালদহ থেকে ডানকুনি শাখায় চার দিন বন্ধ ট্রেন চলাচল
Key Highlights

আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি শিয়ালদহ থেকে ডানকুনি শাখায় চার দিন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ।

ফের বাতিল ট্রেন! ভোগান্তিতে নিত্যদিনের রেল যাত্রীরা। আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি শিয়ালদহ থেকে ডানকুনি শাখায় চার দিন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। রেল সূত্রে খবর, বালি হল্ট থেকে বালি ঘাট স্টেশন পর্যন্ত লাইনে পাওয়ার ব্লকের জন্যে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মদম থেকে ডানকুনি শাখায় দিনে ২২টি লোকাল ট্রেন চলাচল করে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৪৭টি লোকাল ট্রেন বাতিল হয়েছিল। ওই সময়ে বেশ কিছু ট্রেন বাতিল হয় শিয়ালদহ থেকে দত্তপুকুর,বনগাঁ, বারাসত শাখাতেও।