Katra-Srinagar | এপ্রিলেই চালু সূচনা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের! প্রথম ট্রেনটিই হবে বন্দে ভারত!

আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হার ধরে সূচনা হতে পারে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের।
এপ্রিলেই চালু হয়ে যেতে পারে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হার ধরে সূচনা হতে পারে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের। আর এই পথে প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। প্রসঙ্গত, গত বছরের শেষদিকেই হয়ে গিয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথ বিস্তার, বিভিন্ন টানেল ও সবথেকে গুরুত্বপূর্ণ চিনাব ব্রিজের কাজ। আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজ হতে চলেছে বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- কাশ্মীর
- শ্রীনগর
- নরেন্দ্র মোদি
- বন্দে ভারত