Indian Railway | ট্রেনে পরিবেশন করা খাবারের মান নিয়ে অভিযোগ, যাত্রীকে মারধর করলেন প্যান্ট্রি বয়রা!

Tuesday, July 22 2025, 4:48 pm
highlightKey Highlights

দূরপাল্লার ট্রেনে পরিবেশন করা খাবারের মানে অসন্তুষ্ট এক যাত্রী @RailSevaতে অভিযোগ জানাতেই তাঁকে হেনস্থা করেন ওই ট্রেনের প্যান্ট্রি কর্মীরা।


রেলের বিরুদ্ধে উঠলো বড় অভিযোগ! দূরপাল্লার ট্রেনে পরিবেশন করা খাবারের মানে অসন্তুষ্ট এক যাত্রী @RailSevaতে অভিযোগ জানাতেই তাঁকে হেনস্থা করেন ওই ট্রেনের প্যান্ট্রি কর্মীরা। সম্প্রতি জব্বললপুর সোমনাথ এক্সপ্রেসের স্লিপার কামরার ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রেলের কয়েকজন প্যান্ট্রি বয় এক যাত্রীর সঙ্গে প্রথমে তুমুল বচসায় জড়িয়েছেন। কিছুক্ষণ পরে তারা ওই যাত্রীকে শারীরিক ভাবে নিগ্রহ করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই IRCTC জানায়, প্যান্ট্রি কর্মীরা সরাসরি রেলের কর্মী নন। তারা কোনও ঠিকাদার সংস্থার কর্মী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File