Dumdum Cantonment Station | ফের ভোগান্তি! দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধের জেরে ব্যাহত ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল
বৃহস্পতিবার অফিস টাইমে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধের জেরে ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত।
ফের ভোগান্তি রেল যাত্রীদের। বৃহস্পতিবার অফিস টাইমে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধের জেরে ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত। জানা গিয়েছে, সকাল ১১.০৫ থেকে ১১.৫৪ মিনিট পর্যন্ত অবরোধ ছিল। এর জেরে কোনও ট্রেন বাতিল করা না হলেও বনগাঁ ও বারাসত শাখায় অনেক ট্রেন দেরিতে চলছে। বৃহস্পতিবারের আগে বুধবারও নাজেহাল অবস্থা হয় ট্রেন যাত্রীদের। বুধবার পয়েন্ট খারাপের জেরে দমদম থেকে শিয়ালদহের মাঝে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে ছিল। রাত অবধি মেন লাইনের একাধিক ট্রেন সময়ের পরে চলেছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন অবরোধ
- ট্রেন
- লোকাল ট্রেন