Train Accident । ফের লাইনচ্যুত ট্রেন ! মহারাষ্ট্রে ছটের আবহে ব্যাহত ট্রেন পরিষেবা
Thursday, November 7 2024, 5:37 am

বুধবার, মহারাষ্ট্রের ঠাণে জেলার কাসারা স্টেশনের কাছে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের খবর নেই ।
প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবা, যার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। এবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলার কাসারা স্টেশনের কাছে। বুধবার, কাসারা স্টেশন ইয়ার্ডে বেলা ১২টা ২০ নাগাদ একটি ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে যায়। এর জেরে ব্যাহত হয় একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন পরিষেবা। যদিও, কীভাবে এ দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, ঘন ঘন ট্রেন বেলাইন সহ দুর্ঘটনার খবরে কপালে ভাঁজ পড়েছে যাত্রীদের।
- Related topics -
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- ট্রেন দুর্ঘটনা
- ট্রেন লাইনচ্যুত
- মহারাষ্ট্র
- এক্সিডেন্ট
- ঠাণে
- রেলমন্ত্রী