রাজ্য

Train Blockade | রাজ্যে ঘন ঘন ট্রেন অবরোধ, এবার অবরোধকারীদের দিতে হবে ক্ষতিপূরণ!

Train Blockade | রাজ্যে ঘন ঘন ট্রেন অবরোধ, এবার অবরোধকারীদের দিতে হবে ক্ষতিপূরণ!
Key Highlights

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ট্রেন অবরোধের ঘটনা ঘটলেই যাঁরা অবরোধ করছেন, তাঁদের চিহ্নিত করে আদালতে নিয়ে গিয়ে ক্ষতিপূরণ দাবি করা হবে।

২০২৩ এবং ২০২৪ অর্থবর্ষে পূর্ব রেল,দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিভিশনগুলো মিলিয়ে মোট ৭৮ দিন অবরোধ হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ৫ দিনে একবার বঙ্গের কোনও না কোনও স্টেশনে কোনো না কোনো দাবিতে ট্রেন অবরোধ করা হয়েছে। এবার এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। রেল কতৃপক্ষ জানিয়েছে, এবার থেকে ট্রেন অবরোধ করলেই ক্ষতিপূরণ দিতে হবে অবরোধকারীদের। ইতিমধ্যেই, আলিপুরদুয়ার এবং মালদায় দু’টি এমন মামলায় অভিযুক্তদের থেকে ৫ কোটি ৯৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে রেল।