Salt Lake Accident | সল্টলেক সেক্টর ফাইভে মর্মান্তিক পথ দুর্ঘটনা! তথ্যপ্রযুক্তি কর্মীর মাথার ওপর দিয়ে চলে গেলো বাস!
Saturday, April 5 2025, 9:10 am
Key Highlightsঅফিস পাড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা। তথ্যপ্রযুক্তি কর্মীর মাথার ওপর দিয়ে চলে গেলো বাস!
অফিস পাড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা। তথ্যপ্রযুক্তি কর্মীর মাথার ওপর দিয়ে চলে গেলো বাস! অন্যান্য দিনের মতো শনিবারও অফিসে যাচ্ছিলেন মাঠপুকুর এলাকার বাসিন্দা রজনী মাহাত। কিন্তু সকাল ১০টা নাগাদ ওয়েবেল মোড়ের কাছে একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে এগিয়ে যায় বলে অভিযোগ। এমনকি রজনী রাস্তায় পড়ে গেলে সাঁতরাগাছি বারাসত রুটের ওই বাসটির চাকা তাঁর মাথার উপর দিয়েই এগিয়ে যায়! সঙ্গে সঙ্গে রজনীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
- Related topics -
- শহর কলকাতা
- সল্টলেক
- পথদুর্ঘটনা
- বাস দুর্ঘটনা
- মৃত্যু

