Liverpool | লিভারপুলের বিজয়যাত্রার মিছিলে ভয়াবহ দুর্ঘটনার! অনুরাগীদের পর পর উড়িয়ে দিলো গাড়ি!
Tuesday, May 27 2025, 4:42 am
Key Highlightsলিভারপুলের বিজয়যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। মিছিলের ওপর দিয়ে চলে গেল গাড়ি!
লিভারপুলের বিজয়যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। মিছিলের ওপর দিয়ে চলে গেল গাড়ি! সোমবার ইপিএল চ্যাম্পিয়নদের বিজয় মিছিলের আয়োজন করেছিল লিভারপুল কর্তৃপক্ষ। ফুটবলার, কোচ সহ দলের প্রত্যেককে নিয়ে হুডখোলা বাসে চেপে শহরের রাস্তায় প্রদক্ষিণ করার পরিকল্পনা ছিল ইপিএল চ্যাম্পিয়নদের। কিন্তু হঠাতই বেপরোয়া গতিতে ছুটে এসে মিছিলের যোগদানকারীদের পরপর ধাক্কা দিতে থাকে একটি গাড়ি। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ২৭ জনকে, তাদের মধ্যে রয়েছে ৪ শিশুও। ইতিমধ্যে ‘ঘাতক’ গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - খেলাধুলা
 - ফুটবল
 - গাড়ি দুর্ঘটনা
 

 