Tirupati Temple । বিনামূল্যে দর্শনের টিকিট আনতে গিয়েই বিপত্তি, তিরুপাতিতে পদপিষ্ট হয়ে মৃত ৬, আহত একাধিক
Thursday, January 9 2025, 2:26 am
Key Highlights
তিরুপতিতে পদপিষ্ট হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হল। বৈকুণ্ঠ দ্বার সর্বদর্শনের (মন্দিরে প্রবেশের উত্তর দিকের দরজা) টোকেন বিলির সময় সেই পদপিষ্টের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর মিলেছে।
তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির কতৃপক্ষ সূত্রে খবর, ১০ই জানুয়ারী থেকে তিরুপতি বালাজি দর্শনের জন্যে পুণ্যাথীদের বিনামূল্যে টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তাঁরা। বৃহস্পতিবার ভোর ৫ টা ৩০ মিনিট থেকে ১.২ লাখ টোকেন দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। তবে টোকেন সংগ্রহের জন্যে আগের দিন সন্ধ্যা থেকেই ভিড় জমায় ভক্তরা। একটি জায়গায় টোকেন নিতে হুড়োহুড়ি পড়ে গেলে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৬ জনের। এদের মধ্যে একজন তামিলনাড়ুর বাসিন্দা। আহত একাধিক।