Naihati Gas Leak | বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ বহু! আতঙ্কের পরিবেশ নৈহাটিতে!

Monday, March 24 2025, 7:31 am
highlightKey Highlights

নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায় বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক! যার ফলে অসুস্থ হয়ে পড়েছেন ওই এলাকার বহু মানুষ।


নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায় বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক! যার ফলে অসুস্থ হয়ে পড়েছেন ওই এলাকার বহু মানুষ। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে রাজেন্দ্রনগরে। জানা গিয়েছে, রবিবার রাত থেকে রাজেন্দ্রনগরের বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক হচ্ছিল। সোমবার সকালেও গ্যাস লিক বন্ধ করা যায়নি, ফলে অ্যামোনিয়া গ্যাসের বিষাক্ত আবহাওয়ায় বিপদ আরও বাড়ে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File