Himachal । বড়দিনে হিমাচলে বাড়ছে পর্যটক, বাড়ছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও
Wednesday, December 25 2024, 8:06 am
Key Highlights
বড়দিন আর বর্ষবরণের আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ভিড় জমিয়েছেন হিমাচলপ্রদেশে। বরফের চাদরে ঢেকেছে বহু রাস্তা। যার জেরে এদিক-ওদিক পিছলে যাচ্ছে গাড়ি চাকা।
বড়দিনে ভিড় বেড়েছে হিমাচলে। গত কয়েকদিন ধরেই প্রবল তুষারপাত হচ্ছে শৈল শহরগুলিতে। এর জেরে বেহাল অবস্থা রাস্তাঘাটের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বরফের জেরে সিমলায় ১৪৫, কুল্লুতে ২৫ ও মণ্ডী জেলায় ২০টি রাস্তা বন্ধ রয়েছে। ট্রান্সফরমারের গোলযোগের জেরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়। রাস্তায় বরফ জমার ফলে এদিক ওদিক পিছলে যাচ্ছে পর্যটকদের গাড়ির চাকা। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় হিমাচলের রাস্তায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহত বহু।
- Related topics -
- দেশ
- হিমাচলপ্রদেশ
- হিমাচল প্রদেশ
- বরফের হ্রদ
- তুষারপাত
- পথদুর্ঘটনা
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- বড়দিন
- পর্যটক
- পর্যটন কেন্দ্র
- সিমলা