আন্তর্জাতিক

Submarine Sink | মিশরের লোহিত সাগরে ডুবলো পর্যটকবাহী সাবমেরিন, নিহত অন্তত ৬

Submarine Sink | মিশরের লোহিত সাগরে ডুবলো পর্যটকবাহী সাবমেরিন, নিহত অন্তত ৬
Key Highlights

মিশরের লোহিত সাগরে একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার মিশর উপকূলের লোহিত সাগরে ডুবে গেলো একটি পর্যটকবাহী সাবমেরিন। ডুবে যাওয়ার সাবমেরিনটির নাম ‘সিন্দবাদ’। রুশ দূতাবাস সূত্রে খবর, সাবমেরিনটিতে প্রায় ৪০ জন রাশিয়ান যাত্রী ছিল। পর্যটকদের হুরঘাদার কাছে প্রবাল প্রাচীর দেখাতে নিয়ে যাচ্ছিল ডুবোজাহাজটি। সেসময় এই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনায় ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা এখনও নিখোঁজ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মিশরের হুরঘাদা এলাকায় পর্যটকদের প্রবাল প্রাচীর দেখাতে নিয়ে যেত সাবমেরিনটি।