Allahabad High Court | 'স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণের চেষ্টা নয়'! ১১ বছরের নাবালিকা সম্পর্কিত ঘটনায় পর্যবেক্ষণ হাইকোর্টের!
Thursday, March 20 2025, 11:40 am

স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়! এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের।
স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়! এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। ২০২১ সালে উত্তর প্রদেশে ১১ বছরের এক নাবালিকাকে লিফ্ট দেওয়ার অছিলায় তার স্তনে হাত দেয়, পাজামার দড়ি ছিঁড়ে দেয় দুই অভিযুক্ত। নাবালিকার চিৎকার শুনে কয়েকজন পথচলতি মানুষ এসে তাকে উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমে কাসগঞ্জ ট্রায়াল আদালতে ধর্ষণের ধারায় এবং পকসো আইনের অধীনে মামলা দায়ের হয়। কিন্তু অভিযুক্তরা হাইকোর্টে আবেদন জানালে, আদালত বলে,“আসল অপরাধ এবং অপরাধের প্রস্তুতির মধ্যে ফারাক রয়েছে।”