CVC Report | ২০২৩ সালে জমা পড়ে মোট ৭৪,২০৩টি জালিয়াতি সংক্রান্ত অভিযোগ, সবচেয়ে বেশি অভিযোগ রেলকর্মীদের বিরুদ্ধে
দেশের কোন বিভাগে কত বেশি দুর্নীতি সেই নিয়ে রিপোর্ট পেশ করলো সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি।
দেশের কোন বিভাগে কত বেশি দুর্নীতি সেই নিয়ে রিপোর্ট পেশ করলো সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি। তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের কাছে মোট ৭৪,২০৩টি জালিয়াতি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৬৬,৩৭৩টির বিচার হয়েছে, বাকি আছে ৭,৮৩০টি। সবচেয়ে বেশি ১০,৪৪৭টি অভিযোগ দায়ের হয়েছে রেলকর্মীদের বিরুদ্ধে। এরপরে রয়েছে ৭,৬৬৫টি অভিযোগ, যা রুজু হয়েছে দিল্লি পুর প্রশাসনের কর্মী আধিকারিকদের বিরুদ্ধে। তৃতীয় স্থানে অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে।