R G Kar | আরজিকর কাণ্ডে চার চিকিৎসক-সহ মোট ৭ জনকে জেরা! ধৃত সিভিক ভলান্টিয়ারের DNA নমুনা পাঠানো হলো পরীক্ষার জন্য
Tuesday, August 13 2024, 6:47 am

আরজিকর হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে তৎপরতায় চলছে তদন্ত।
আরজিকর হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে তৎপরতায় চলছে তদন্ত। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর পুলিশি জেরার মুখে পড়ে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের চার চিকিৎসক সহ মোট ৭ জন। জানা গিয়েছে, এই চারজনই নাকি নির্যাতিতার সঙ্গে বসে ডিনার করেছিল হত্যাকাণ্ডের রাতে। এদিকে নির্যাতিতার পরিবারকে ফোন করে প্রথম এই মৃত্যুর খবর জানানো অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ পুলিশ তলব করেছে। এই সবের মাঝেই ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ডিএনএ নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- ধর্ষণ
- খুন