Topless Women Protest | পোশাক খুলে বিক্ষোভ শতাধিক মহিলার! নারীদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ প্যারিসে
প্যারিসের ল্যুভর মিউজ়িয়ামের সামনে পোশাক খুলে প্রতিবাদে নামলেন বিপুল সংখ্যক মহিলা!
প্যারিসের ল্যুভর মিউজ়িয়ামের সামনে পোশাক খুলে প্রতিবাদে নামলেন বিপুল সংখ্যক মহিলা! দেশে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান যৌন অপরাধ এবং হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঊর্ধ্বাঙ্গে পোশাক না পরে, মুখে ‘মহিলাদের উপর যুদ্ধ বন্ধ হোক’, ‘নারী, জীবন, স্বাধীনতা’র মতো স্লোগান লিখে পথে নামেন অসংখ্য মহিলা। আন্দোলনকারীরা জানাচ্ছেন, এটা শুধুমাত্র প্রতীকী নয়। অধিকার পুনরুদ্ধারের লড়াইটাকে জানান দেওয়াই তাঁদের একমাত্র উদ্দেশ্য। এই ধরণের বিক্ষোভ হচ্ছে প্যারিস সহ ফ্রান্সের আরও অনেক শহরে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- প্যারিস