দেশ

Altaf Lalli | সেনার গুলিতে কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লালি! পহেলগাঁও হামলার ৭২ ঘন্টার মধ্যে বড় সাফল্য ভারতের!

Altaf Lalli | সেনার গুলিতে কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লালি! পহেলগাঁও হামলার ৭২ ঘন্টার মধ্যে বড় সাফল্য ভারতের!
Key Highlights

পহেলগাঁও জঙ্গি হামলার ৭২ ঘন্টার মধ্যে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লালি!

পহেলগাঁও জঙ্গি হামলার ৭২ ঘন্টার মধ্যে নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি আলতাফ লালি! বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিকেশ হল লালি। এই ব্যক্তি কাশ্মীরে লস্করের অন্যতম কম্যান্ডার এবং রিক্রুটার ছিল। পহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যোগ ছিল কিনা খতিয়ে দেখছে সেনা। পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পর কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা। বারামুলা, উধমপুরে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান চালাচ্ছে সেনা। বান্দিপোরা জঙ্গলে এক থেকে দু’জন জঙ্গি লুকিয়ে থাকার খবর মিলতেই শুক্রবার ভোর থেকে যৌথ অভিযান শুরু হয় সেখানে।