বড়দিন এবং বর্ষবরণ, করোনা ভীতি ভুলে পার্টির মেজাজে টলিউড সেলেবরা ।
Wednesday, December 23 2020, 12:06 pm

শীতের পরশ মেখে টলিউড সেলেবরাও পার্টিমুখর। কিন্তু সেখানে কি নিয়মকানুন মানা হচ্ছে? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, একেবারেই হচ্ছে না। সেলেবরা মুখে অবশ্য তা স্বীকার করবেন না। ইভেন্টের পাশাপাশি চলছে ঘরোয়া পার্টি। কিন্তু সেখানেও তো রয়েছে সংক্রমণের ভয়। সম্প্রতি অভিনেতা রুদ্রনীল ঘোষের বাড়ির জমায়েতে গিয়েছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী। ছিলেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত-সহ আরও কয়েক জন। রাজের কথায়, ‘‘ঝুঁকি সর্বত্রই রয়েছে। আমরা যে রোজ কাজে বেরোচ্ছি, সেখানেও আছে। তবে কারও বাড়ির ছোট্ট জমায়েতে ঝুঁকি কম। সেখানে হাতেগোনা চার-পাঁচজন আসছেন। তাঁদের গতিবিধি মোটামুটি জানা।’’ ক্রিসমাস-ইভ এবং বর্ষবরণেও বড় কোনও জমায়েতে যাবেন না বলেই জানালেন পরিচালক রাজ চক্রবর্তী।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- শুভশ্রী গাঙ্গুলী
- রাজ চক্রবর্তী
- রুদ্রনীল ঘোষ
- ক্রিসমাস