Srabanti Chatterjee | টিকলো না তৃতীয় বিয়েও! শ্রাবন্তী-রোশানের বিয়েবিচ্ছেদে সিলমোহর দিলো আদালত!

Friday, April 11 2025, 2:16 pm
Srabanti Chatterjee | টিকলো না তৃতীয় বিয়েও! শ্রাবন্তী-রোশানের বিয়েবিচ্ছেদে সিলমোহর দিলো আদালত!
highlightKey Highlights

তৃতীয় বিয়ে থেকে আইনত আলাদা হলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিবাহবিচ্ছেদের তথ্য নিশ্চিত করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশান সিং।


তৃতীয় বিয়ে থেকে আইনত আলাদা হলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিবাহবিচ্ছেদের তথ্য নিশ্চিত করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশান সিং। দীর্ঘদিন ধরে শ্রাবন্তী ও রোশান দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। পরে স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও দায়ের করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন অভিনেত্রী। সূত্রের খবর, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন শ্রাবন্তী। তবে এবার সব জটিলতার অবসান ঘটিয়ে আইনি বিয়েবিচ্ছেদে সিলমোহর দিলো আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File