হাসপাতাল থেকে আগামী রোববার বাড়ি ফিরছেন অভিনেত্রী নুসরাত জাহান, সদ্যোজাত ছেলের নাম রাখলেন ঈশান
Saturday, August 28 2021, 3:21 pm
Key Highlightsআগামী রোববার হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন অভিনেত্রী নুসরাত জাহান। তার আগেই সদ্যজাত পুত্রর নামকরণের কাজটা সেরে ফেললেন তিনি। ছেলের নাম রাখলেন ঈশান। ঘনিষ্ট বন্ধু অভিনেতা যশ দাশগুপ্তর নামের আদ্যক্ষরে ইংরেজি ওয়াই শব্দটি আছে, ঈশান নামে। এটা কি কাকতালীয় না ইচ্ছাকৃত? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। পার্ক স্ট্রিট এর হাসপাতালে নুসরাতের কেবিনের বাইরে বসে আছেন ভীষণদর্শন দুই বাউন্সার। তারা ২৪ ঘণ্টাই পালা করে পাহারা দিচ্ছে অভিনেত্রীকে।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- নুসরত জাহান
- বেবি বয়

