টোকিও ২০২০: ভারতে এল তৃতীয় পদক, ব্রোঞ্জ জিতলেন লভলিনা
Wednesday, August 4 2021, 7:39 am
Key Highlightsটোকিও ২০২০: অলিম্পিক্সের শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন সুরমেনেলির বিরুদ্ধে পিছিয়ে ছিলেন ২৪ বছর বয়সী অসম কন্যা লভলিনা। সেমিফাইনালে যে কঠিন লড়াই অপেক্ষা করছে জানতেন তিনি। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে তিনি হেরে গেছিলেন। ব্যবধান ছিল ০-৫। তবে তিনি হেরে গেলেও তাঁর হাত ধরেই অলিম্পিক্স থেকে ভারতে এল তৃতীয় পদক। ব্রোঞ্জ জিতেছেন অসম কন্যা। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ। অসমের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফেরায় তাঁকে উৎসাহ দিচ্ছেন সকলে।