বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে ভারতকে পদক জয়ের আশ্বাস দিচ্ছে লভলিনা বোর্গোহায়েন

Tuesday, August 3 2021, 1:41 pm
বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে ভারতকে পদক জয়ের আশ্বাস  দিচ্ছে লভলিনা বোর্গোহায়েন
highlightKey Highlights

বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে লড়ে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন আসামের মেয়ে লভলিনা বোর্গোহায়েন। টোকিও অলিম্পিক্সের পঞ্চম দিনে অর্থাৎ মঙ্গলবার ৬৯ কেজি বিভাগে ৩-২ -এ জার্মানির আপেতজ নাদিনকে হারিয়ে শেষ আটে উঠলেন লভলিনা বোর্গোহায়েন। দু'বারের বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী ২৩ বছরের গোলাঘাটের মেয়ে লভলিনা বোর্গোহায়েন। মেরি কমের পর এবার লভলিনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিলেন দেশবাসী ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File