Gold-Silver Rate | উর্দ্ধগামী সোনা-রূপোর দর, পাকা সোনার দাম ছুঁয়েছে ৯৫,০০০ !

Thursday, April 17 2025, 6:09 am
Gold-Silver Rate | উর্দ্ধগামী সোনা-রূপোর দর, পাকা সোনার দাম ছুঁয়েছে ৯৫,০০০ !
highlightKey Highlights

বেড়েই চলেছে সোনার দাম। বাড়তে বাড়তে তা নতুন রেকর্ড গড়ল। প্রতি ১০ গ্রাম সোনার দাম একদিনে বাড়ল প্রায় ১৮০০ টাকা।


মধ্যবিত্ত থেকে স্বর্ণব্যবসায়ী, সোনার উঠতি দামের সাথে কপালে ভাঁজ পড়ছে সব শ্রেণীর মানুষের। প্রতি ১০ গ্রাম সোনার দাম একদিনে প্রায় ১৮০০ টাকা বেড়েছে। আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার বারের দাম ৯৫,২৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার দাম ৯০,৯৫০ টাকা। তবে সোনার এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম ৯৭,৬০০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File