অর্থনৈতিক

Union Budget 2025 | আজই হবে 'হালুয়া উৎসব'! কেন বাজেট পেশের আগে এই উৎসব পালন করা হয়?

Union Budget 2025 | আজই হবে 'হালুয়া উৎসব'! কেন বাজেট পেশের আগে এই উৎসব পালন করা হয়?
Key Highlights

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তার আগে প্রতি বছরের মতো বাজেট পেশের আগে আয়োজিত হবে হালুয়া উৎসব! ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে হালুয়া উৎসব হবে আজ, শুক্রবার সন্ধ্যায় নর্থ ব্লকে। আসলে বাজেট পেশের আগে 'লক ইন' পর্বের সূচনা হয় এই হালুয়া উৎসবের মধ্য দিয়ে। এই উৎসবে মূলত হালুয়া তৈরি করা হয় এক বিশাল মাপের কড়াইতে। আর তা দেওয়া হয় বাজেট প্রস্তুতিতে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করা ব্যক্তিদের। মূলত তাদের পরিশ্রমকে সম্মান জানাতেই এই উৎসব।