আবহাওয়া

West Bengal Weather | ১৪ ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রার পারদ! আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়! কতদিন বজায় থাকবে শীত?

West Bengal Weather | ১৪ ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রার পারদ! আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়! কতদিন বজায় থাকবে শীত?
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের শুরুতে বেশ কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। ১৬ দিন পর ১৪ ডিগ্রিতে নেমেছে কলকাতার তাপমাত্রা। এঅবস্থায় নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে শীঘ্রই।

২০২৩ এর শেষে সেভাবে ঠান্ডা উপভোগ না করতে পারলেও ২০২৪ এর প্রথমে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। বছরের শুরু থেকেই কমলো   তাপমাত্রা। ১৬ দিন পর ১৪-র ঘরে নামলো  কলকাতার পারদ। সকাল থেকেই আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (Today West Bengal Weather) বেশ শীতল। এমত অবস্থায় সবারই বড় প্রশ্ন, এই ঠান্ডা কী বজায় থাকবে নাকি আবার বিদায় নেবে শীত?

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, ৪৮ ঘণ্টা পর ফের বাড়বে তাপমাত্রা। নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে ১০ই জানুয়ারি থেকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। বুধবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার তাপমাত্রা অনেকাংশেই কমেছে। ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল শহর কলকাতা। 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া। ফলে স্বাভাবিকভাবেই আবার বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। পাশাপাশি পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত একাধিক জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়াতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও। এর ফলে তাপমাত্রার পারদও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। 

আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (Today West Bengal Weather) মোটের ওপর আগের তুলনায় বেশ শীতল। তবে আগামী ১০ই জানুয়ারি থেকে শীতের জমাটি স্পেল শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, ফের নতুন করে তাপমাত্রা কমবে এবং জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে যাওয়ার পর মূলত পরিষ্কার থাকবে আকাশ। আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, চলতি  সপ্তাহে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা বেশি দার্জিলিঙে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।


Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
Cleiton Silva | কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো ইস্টবেঙ্গল!
ATM on Train | চলন্ত ট্রেনের ভেতরে ATM পরিষেবা! অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেলওয়ে!
Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!
Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন