Coldest Day Kolkata । আজ মরসুমের শীতলতম দিন, জানালো আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজই মরশুমের শীতলতম দিন। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া বদলের পূর্বাভাস নেই।
আজ কলকাতায় এই মরসুমের সবথেকে ঠান্ডা দিন, দাবি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গতবছর আজকের দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি। তবে নতুন সপ্তাহের শুরুতেই বাড়তে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রবিবার কুয়াশা বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাসহ বাকি জেলায় সকালের দিকে মাঝারি কুয়াশা পড়বে।