26/11 Mumbai Attacks । রক্তে ধোয়া ইতিহাস, অভিশপ্ত ২৬/১১ মুম্বাই হামলার ১৫তম বর্ষপূর্তি আজ
Tuesday, November 26 2024, 2:48 pm
Key Highlights২০০৮ সালের ২৬ নভেম্বর দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে হামলা চালিয়েছিল ১০ জন পাক দুষ্কৃতী। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মোট ১৬৬ জন, আহত হন ৩০০ জনেরও বেশি। আজ ,সেই ভয়াবহ হামলার ১৫ বছর পূর্তি।
২০০৮ সালের ২৬ নভেম্বর দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে হামলা চালিয়েছিল ১০ জন পাক দুষ্কৃতী। কিছুক্ষনেরব মধ্যেই তারা কব্জা করে নিয়েছিল মুম্বইয়ের তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হাউস, কামা হাসপাতাল এবং নরিমান হাউস। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মোট ১৬৬ জন, আহত হন ৩০০ জনেরও বেশি। আক্রমণ ঠেকাতে সেনা, পুলিশের অভিযান চলে শনিবার ২৯ তারিখ, প্রায় চারদিন পর্যন্ত। আজ ,সেই ভয়াবহ হামলার ১৫ বছর পূর্তিতেও অভিশপ্ত স্মৃতি তাড়া করে বেড়ায় জীবিতদের।
- Related topics -
- দেশ
- ভারত
- ২৬/১১ মুম্বাই হামলা
- মুম্বাই
- মুম্বাই পুলিশ
- দুষ্কৃতী হামলা
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- জঙ্গি
- আহত
- মৃত্যু

