Gold Rate Today | কমেছে হলুদ ধাতুর দাম! আজ কলকাতায় সোনার বাজারদর কত জেনে নিন

Friday, May 16 2025, 6:34 am
Gold Rate Today | কমেছে হলুদ ধাতুর দাম! আজ কলকাতায় সোনার বাজারদর কত জেনে নিন
highlightKey Highlights

বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দামে অনেকটা পতন হয়েছে। এর জেরে গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হয়েছে সোনা।


গত এক মাসের মধ্যে সবথেকে সস্তা হয়েছে সোনা। বৃহস্পতিবার দেশের বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ১.৬ শতাংশ। আজ শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেটের ১০ গ্রাম পাকা সোনার বার বিকোচ্ছে ৯২ হাজার ১০০ টাকায়। খুচরো পাকা সোনা বার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়াচ্ছে ৯২ হাজার ৫৫০ টাকায়। ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনার দাম প্রতি ১০ গ্রাম ৮৮ হাজার টাকা। তবে বাজারে সোনা কিনতে গেলে এই দরের সাথে আপনাকে ৩ শতাংশ জিএসটিও দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File