লাইফস্টাইলআন্দামান বাঁচাতে অভিনব উদ্যোগ! ৫ লক্ষ প্লাস্টিক বোতল দিয়ে তৈরি রিসর্ট
চারিদিকে নীল সমুদ্রের মাঝে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। আর সেখানেই তৈরি হয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে এমন একটা উদ্যোগে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই রিসর্টটি তৈরি হয়েছে অসংখ্য প্লাস্টিক বোতল দিয়ে। হ্যাঁ, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, যা বর্তমানে পরিবেশ দূষণের অন্যতম বড়ো কারণ হিসাবে বিবেচিত, সেই জিনিস দিয়েই তৈরি হয়েছে আস্ত একটি রিসর্ট। আর সম্পূর্ণ উদ্যোগের পিছনে রয়েছেন চার বন্ধু। যারওয়ার পুরোহিত, অখিল ভার্মা, আদিত্য ভার্মা এবং রোহিত পাঠক।